শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বরুড়ায় স্ত্রীসহ কৃষি কর্মকর্তা করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৫, ২০২০
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম ও তার সহধর্মীনি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। এ পর্যন্ত বরুড়ায় ৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

জানা গেছে, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম চাঁদপুরে ওনার শশুরের জানাজায় অংশগ্রহণ করেন। শশুরবাড়ি থেকে ফিরে গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারান্টাইনে থেকে মুঠোফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করেন। গত (২ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি এবং তার স্ত্রীর নমুনা দেন। একই দিনে ফেয়ার হসপিটালে কিছু টেস্ট ও এক্সরে করানো হয়। ওনার সংস্পর্শে আসা তিন জন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগামীকাল সকালে তাদের নমুনা সংগ্রহ করা হবে।

আর পড়তে পারেন