বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বরুড়ায় মানসিক রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২০
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের জগদাসার গ্রামে মোঃ জহিরুল ইসলাম (৪৫) নামে এক মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা কিংবা ২ টার সময় বাড়িতে পরিবারের লোকজনের অজান্তে গলায় ফাঁস দেয় জহির। পরে দীর্ঘক্ষণ তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজতে বের হয়ে দেখে জহির গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে। পরে তার স্ত্রী’র চিৎকারে বাড়ির অন্যেরা ঘুম থেকে উঠে দেখে জহিরের ঝুঁলন্ত মরদেহ।

পরিবার সূত্রে জানা যায়,জহির মানসিক রোগী। সে যখন যা মন চায়,তাই করে। এলাকাতে সবাই জানে জহির মজুমদার মানসিক রোগী। তাই কোন খারাপ কিছু করলেও জহিরকে কেউ কিছু বলে না। ঘটনার দিন কারোর সাথে কোন ঝামেলা হয় না। হটাৎ তার মনে কি হয়েছে বুঝতেছি না। পরিবারের সবার অজান্তে সে একাজ করে ফেললো।

জহির বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের জগদাসার মজুমদার বাড়ির ছেলে।
জহির মজুমদার বিবাহিত। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার একপুত্র শারিরিক প্রতিবন্ধী।
স্থানীয় স্কুল শিক্ষক ও তার প্রতিবেশী শাহআলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন