বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বরুড়ায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সা চালক নিহত, শিক্ষার্থীসহ আহত ৪

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৪, ২০১৯
news-image

 

সেলিম চৌধুরী হিরা/মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লা-চাঁদপুর সড়কের কুমিল্লার বরুড়ার নলুয়া চাঁদপুর নামক স্থানে কাভার্ডভ্যানের চাপাঁয় সিএনজি চালিত অটোরিক্সা চালক (৩২) নিহত হয়েছে। এ সময় দুই স্কুল ছাত্রীসহ আরো ৪ জন আহত হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারী) দুপুর ২ টায় এ দুঘর্টনা ঘটে।

হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন লাকসামের মুদাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নুরজাহান(১৫) । আহতরা কুমিল্লা নগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নলুয়া চাঁদপুর নামক স্থানে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে রাস্তার পাশে খাদেঁ দুটি যানবাহনই পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুঘর্টনার পর কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও বরুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পায়নি। মরদেহ নিহতের পরিবার নিয়ে গেছে বলে শুনেছি। দুঘর্টনা কবলিত যানবাহন হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।

আর পড়তে পারেন