শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার প্রতিটি বাজারসহ সকল গুরুত্বপূর্ণ জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হবে-পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০২১
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লা জেলার প্রতিটি বাজারসহ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপি এম বার)। মাদক প্রতিরোধে জনগণকে পু্লিশের সাথে যৌথভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (১০ জুন) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে ও কাশিনগর বাজার এলাকায় সম্পূর্ণ সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন এবং করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি।

এসময় এসপি আরো বলেন, চৌদ্দগ্রাম থানা পু্লিশের সহযোগীতায় আগামী ১-২ দিনের মধ্যে ওই এলাকায় অস্থায়ী পু্লিশ ক্যাম্প স্থাপন করা হবে।

ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রন্জন চাকমা, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রাম উপজেলার  কাশিনগর ইউনিয়ন ও কাশিনগর বাজারে অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে সর্বমোট ৬০টি সিসি ক্যামেরা বসানো হয়।

আর পড়তে পারেন