শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টায় উপজেলার হেসাখাল দক্ষিণ বাজার নঈম নিজাম ডিগ্রী কলেজ গেইটের পাশে মাহানিয়া সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নঈম নিজাম ডিগ্রী কলেজ গেইটের পাশে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, বন্ধ থাকে বিদ্যুৎ সংযোগ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে আসে পার্শ্ববর্তী লাকসাম উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা। দীর্ঘ চেষ্টা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মুদি দোকানদার মুজিবুর রহমান, চা দোকানদার মাসুদ মিয়া, কম্পিউটার দোকানদার মোঃ নাছির, চটপটি দোকানদার মোঃ গোলাপ, চা দোকানদার মোঃ জসিম, মুদি দোকানদার লিটন, কসমেটিকস দোকানদার সারোয়ার, মুদি দোকানদার জামাল মিয়া, ফার্মেসী দোকানদার সুমন ও মাইন উদ্দিন।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়াসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।

তবে বার বার নাঙ্গলকোটে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, আর কত অগ্নিকাণ্ডে মানুষ ক্ষতিগ্রস্ত হলে সরকারের টনক নড়বে। নাঙ্গলকোট উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি।

আর পড়তে পারেন