শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দেবিদ্বারে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হোমিও চিকিৎসকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার নিউ মার্কেটের পান বাজারের  শঙ্কর হোমিও হল এর মালিক ডা. সুকুমার করোনার উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায়  মারা গেছেন।

গত এক সপ্তাহ আগ থেকে তার জ্বর, কাশি,ঠান্ডা ছিলো বলে জানা গেছে। তার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর।  গতকাল সন্ধ্যায় শঙ্কর হোমিও হল লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।

গুনাইঘর উত্তর ইউনিয়নে করোনা পজেটিভ আসা নুরুল ইসলাম শঙ্কর হোমিও হলে কাজ করতেন। নুরুল ইসলাম গত ১৫/১৭ দিন আগে শঙ্কর হোমিও হল থেকেই  জ্বর, ঠান্ডা,কাশিতে আক্রান্ত হন। তার বাড়িও গতকাল লকডাউন করা হয়।

অন্যদিকে, শঙ্কর হোমিও’র মালিক ডা. সুকুমার মারা যাওয়ায় তার ৬ তলা বাড়ির সকল ভাড়াটিয়া আতঙ্কে বাসা ছেড়ে চলে যাচ্ছেন।  ৬ তলার এ বাড়িতে অনেক বানিজ্যিক অফিস, একটি ডায়গনস্টিক সেন্টার, একটি হাসপাতাল,একটি ডেন্টাল ক্লিনিকসহ ১০/১২ টি পরিবার রয়েছে। এছাড়াও এ বাড়ির নিচে অনেকগুলো কসমেটিক,  ফার্মেসি ও কাপড়ের দোকান রয়েছে।

 

আর পড়তে পারেন