বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দেবিদ্বারে করোনা নমুনা সংগ্রহের একদিন পর মেম্বারের মৃত্যু: বাড়ি লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২২, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বারে করোনা ভাইরাসের উপসর্গে অসুস্থ শাহ জালাল (৫৫) নামে এক ইউপি মেম্বারের নমুনা সংগ্রহের একদিন পর মৃত্যু ঘটে তার।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বাগুরের নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে এর আগে সোমবার (২০ এপ্রিল) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ জালাল মেম্বার তার শরীরের করোনা ভাইরাসে নমুনা প্রদান করেন।

শাহ্ জালাল দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের কয়েক বারের নির্বাচিত মেম্বার ছিলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিদা আক্তার, থানা অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার সহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবির ঘটনাস্থলে এসে নিহতের বাড়িটি লকডাউন করে দেন। এসময় নিহতের পরিবারের আরও ৪জনের নমুনা সংগ্রহ করেন।

ডা. আহাম্মদ কবির জানাননিহত জালাল মেম্বার দীর্ঘদিন যাবৎ জ্বরকাশি শ্বাস কষ্টে ভূগছিলেন। তিনি প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারা ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সোমবার আমরা তার দেহের নমুনা সংগ্রহ করি এবং প্রাথমিক চিকিৎসা দেই। পরবর্তীতে জানতে পারি মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

 

আর পড়তে পারেন