শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দুই রেস্তোরাকে ১৪হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৫, ২০১৯
news-image

 

মুহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লা জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ একটি দল মঙ্গলবার দুপুরে রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পচাঁ ও বাসী খাবার বিক্রির অভিযোগে আল-আমিন রেস্তোরা ও সৈকত নামের দুটি হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরার নেতৃত্বে একটি দল কুমিল্লা রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় ভ্রাম্যমান আদালত পচাঁ-বাসী খাবার বিক্রির অভিযোগে আল-আমিন রেস্তোরাকে ১০ হাজার ও সৈকত হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করে।

অভিযান পরিচালনাকালে কুমিল্লা সিটি কপোরেশনের স্যানেটারী ইন্সপেক্টর নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে ছিল।

আর পড়তে পারেন