শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে পথচারির ঘুষিতে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় তুজারভাঙ্গা মোড় থেকে মোটরসাইকেল করে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে গায়ে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে রাজু সওদাগরের ঘুষির আঘাতে রবিউল সরকার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রবিউল সরকার (৩৫) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুজারভাঙ্গার গায়েন বাড়ির হাজী আবদুল হকের ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা আ. মতিন সরকার গত শনিবার রাতে বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত রাজু সওদাগরকে গ্রেপ্তার করে। নিহত রবিউল সরকার পৌরসভার দক্ষিণ গাজীপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে দাউদকান্দি পৌর শহর থেকে রবিউল মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদে যাচ্ছিলেন। পথে রাজু সওদাগরের গায়ে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজু সওদাগরের ঘুষি রবিউলের মাথায় লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে রবিউলের মৃত্যু হয়।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারী রাজু সওদাগরকে গত শনিবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।

আর পড়তে পারেন