শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার তিনটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের চূড়ান্ত গেজেট প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিনটি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ডিসেম্বরে (সম্ভাব্য) অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন গেজেট অনুযায়ী হবে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় আসনের সীমানা চূড়ান্ত করা হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নিয়ে আগে কুমিল্লা-৬ আসনটি করা হয়। এবার কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি এবং কুমিল্লা সেনানিবাস নিয়ে আসন গঠন করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ এবং নাঙ্গলকোট উপজেলা নিয়ে এই কুমিল্লা-১০ আসনটি আগে গঠন করা হয়েছিল। এবার আসনটির সঙ্গে লালমাই উপজেলা যুক্ত করা হয়েছে।

কুমিল্লা-৯ আসনটি ২০১৩ সালে যেভাবে (লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা) এবারও সেভাবে রাখা হলেও পরিবর্তনের তালিকায় রাখা হয়েছে। ইসি বলছে, লালমাই উপজেলা গঠনের সময় লাকসামে ইউপি যুক্ত আছে।

আর পড়তে পারেন