শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রার্থীতা বাতিল

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাই শেষ হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় এই বাছাই পর্ব শুরু হয়ে চলে বিকাল তিনটা পর্যন্ত। ৭ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাদেক হোসেন সরকার ও স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাকিলা পারভীনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার।

আয়কর রিটার্ন দাখিল না করায় সাদেক হোসেন এর প্রার্থীতা বাতিল করা হয় এবং তিনটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় আয়কর দাখিলের জন্য। এ সময় পার হয়ে গেলেও তিনি কিংবা তার কোন প্রতিনিধি উপস্থিত না হওয়ায় তার প্রার্থীতা বালিত ঘোষনা করা হয়। অপর দিকে সাকিল পারভীনের জমাকৃত ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।

আগামী তিন দিনের মধ্যে জেলা প্রশাসকের বরাবর কিংবা আদালতের মাধ্যমে উভ্য়ই আপিল করতে পারবেন। আগামী ২১ অক্টোবর তিতাস উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন জেলা রিটার্নিং অফিসার মো: জাহাঙ্গীর হোসেন।

আর পড়তে পারেন