শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার তিতাস উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছে প্রশাসন।

মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আরা।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একহাজার শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে অংশ নেয়। উল্লেখ্য, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গত ৬ মাস পূর্বে এ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে পৃথক পৃথক ইউনিয়ন সভার মধ্য দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আর পড়তে পারেন