শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার টমছমব্রিজে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইন্টার্ণ চিকিৎসক রবি মৃত্যুশয্যায়

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০২০
news-image

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লার টমছমব্রিজ এলাকায় অটোচালিত রিক্সার মধ্যে অজ্ঞাত সন্ত্রাসীদের নির্মম ছুরিকাঘাতে মৃত্যুশয্যায় ময়নামতি মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক রবি মারজুক।

মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৮ টায় টমছমব্রিজ এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টমছমব্রিজ এলাকায় অটোচালিত রিক্সার মধ্যে ৩জন অজ্ঞাত সন্ত্রাসী একসাথে এলোপাতাড়িভাবে চিকিৎসক রবির উপর ছুরিকাঘাত চালায়।তার মুখে, হাতে,কাধে, বুকে, পিঠে,পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।ছুরিকাঘাতের পরে তার রক্তাক্ত দেহটাকে চলন্ত অটোচালিত রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।সন্ত্রাসীরা তার ২০হাজার টাকার মূল্যের মোবাইল ও মানি ব্যাগ নিয়ে যায়। সবশেষে তার পায়ের উপর দিয়ে অটোচালিত রিক্সা দিয়ে পিষে চলে যায়।

পরবর্তীতে স্থানীয়রা রবি মারজুককে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রবি মারজুক এখন মুন হসপিটালের আই সি ইউতে মৃত্যুর সাথে লড়াই করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, তার শরীরের বিভিন্ন অংশে মোট ১৯টি ছুরিকাঘাত করা হয়। তার মধ্যে হার্ট আর ফুসফুস সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে।

রবির সহপাঠী ও আত্মীয় স্বজনদের ধারণা, পরিকল্পনা অনুযায়ী হত্যার জন্যই তার উপর এমন নির্মমভাবে ছুরিকাঘাত চালানো হয়েছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসককে ছুরিকাঘাত করে ২০হাজার টাকার মূল্যের একটি মুঠোফোন নিয়ে যায়।এই ঘটনায় আজ সদর দক্ষিণ থানায় অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন