শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার জামাল ও বিল্লালকে ধরিয়ে দিলে পুরস্কার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৩, ২০২০
news-image

 

অনলাইন ডেস্কঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চিহ্নিত দুই চোর-ডাকাতকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এরা হলেন জামাল হোসেন ও বিল্লাল।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া সদর এলাকার জামাল হোসেন এলাকায় চিহ্নিত চোর ও একাধিক মামলার আসামি। এছাড়া ছাতিয়ানী গ্রামের বিল্লাল একাধিক ডাকাতি মামলার আসামি।

 

রোববার সকালে থানা কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন ইউপির গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময় সভায় ওসি আজম উদ্দিন মাহমুদ এ ঘোষণা দেন।

 

এ সময় তিনি বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাস, চোরাচালান, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। গ্রাম পুলিশরা তাদের নিজেদের গ্রামে বসবাস করায় তারা ওই গ্রামের সব শ্রেণি-পেশার লোকদের খুব ভালোভাবে চিনে ও জানে। সে কারণে গ্রামে সমাজবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে যারাই জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে তথ্য দিয়ে পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে।

 

ওসি আজম উদ্দিন মাহমুদ আরো বলেন, গ্রাম পুলিশরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

এ সময় পরিদর্শক (তদন্ত) মাসুদ রানাসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন