শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী করোনায় আক্রান্ত, জরুরী বিভাগ বন্ধ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০২০
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় এবার করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের একজন পুরুষ এমএলএসএস (৫৩)।

সোমবার (১১ মে) আইইডিসিআর থেকে ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। ফলাফল পাওয়ার পর চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ বন্ধ করে দেওয়া হয়। তবে হাসপাতালের আন্তবিভাগ ও বহির্বিভাগ চালু রাখা হয়েছে।

এ নিয়ে চান্দিনা উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো ১২ জন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন সুস্থ্য হয়ে হয়েছেন।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ জীবাণু মুক্ত করার জন্য ২৪ ঘন্টা বন্ধ থাকবে। তিনি আরও জানান, আন্তবিভাগ ও বহির্বিভাগে সেবা নিতে পারবেন রোগীরা।

আর পড়তে পারেন