বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২০, ২০২১
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৪ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চান্দিনা বাজারে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং মুখে মাস্ক না থাকায় ও দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকাসহ নানা অনিয়মে পৃথক অভিযানে ১৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

আর পড়তে পারেন