শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৪, ২০২১
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ৫ কেজি গাঁজা ও ৩ শত ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার (১৪ জুন) বিকেলে আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. ইয়াকুব হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

অপরদিকে রোববার (১৩ জুন) চান্দিনা উপজেলা রাস্তার মাথায় থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩শত ৫০ পিস ইয়াবাসহ মো. আ. রহিম (৩৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে চকরিয়া উপজেলার বরইতলা এলাকার মৃত জাবের আহমেদের ছেলে।

চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন