শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার গালিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী জয়ী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী লায়ন মো. রবিউল আলম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে তিনি পেয়েছেন ৭ হাজার ৯৪৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বাচ্চু মিয়া (আনারস প্রতীক) পেয়েছেন ২ হাজার ৭৩৩ ভোট। চেয়ারম্যান পদে অপর স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন (চশমা প্রতীক) পেয়েছেন মাত্র ৮ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। বৈরী আবহাওয়ার কারণে সকালের দিকে ভোটার কিছুটা কম থাকলেও পরে তা বাড়তে থাকে। নির্বাচনে মোট ১০ হাজার ৮৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৬৮টি ভোট বাতিল হয়ে যায়।

বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে পরিষদে ভোটগ্রহণ হয়। সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতিও বেড়েছে।

তিনি বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এ ছাড়াও নির্বাচন পরবর্তী কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর ৩টি মোবাইল টিম, এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের দুটি টিম মাঠে দায়িত্ব পালন করছে। কুমিল্লার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে একটিতে সাধারণ নির্বাচন ও বাকি তিনটিতে সদস্য পদে উপ নির্বাচন হচ্ছে।

কুমিল্লা জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার বরুড়ার গালিমপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের পাশাপাশি তিতাস উপজেলার জগতপুর, মুরাদনগর উপজেলার পূর্ব ধৈর ও দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউপিতে সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গালিমপুর ইউপির সাধারণ নির্বাচন ও বাকি তিন উপজেলার তিনটি ইউপির সদস্য পদে উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আর পড়তে পারেন