বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার কৃষিকে সমৃদ্ধ করছে বহিরাগত শ্রমিকরা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০২০
news-image

আনোয়ার হোসাইনঃ
কুমিল্লা সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মির্জানগর গ্রাম। গ্রামে ধানের চাষ হচ্ছে।
কাজ করছেন কৃষি শ্রমিক মিজান,খোকন,নাঈম,পলাশ, রাসেল ও আনিস। বোরো চাষের মৌসুমে কুমিল্লায় এসেছেন ময়মনসিংহের পূর্বধলা ও গৌরীপুর উপজেলা থেকে।

চুক্তিতে কানি ক্ষেত (৪০শতাংশ) দুই হাজার টাকায় চারা বুনেন তারা। প্রতিদিন আড়াই কানি বুনতে পারেন। তাতে প্রতিজনের ৮ শত থেকে হাজার টাকা আয় হয়। এদের অনেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন।

কাজের প্রতি আগ্রহ আর আয়ের কথা ভেবে বছরের এসময়ে তারা কুমিল্লা অঞ্চলে আসেন। একমাস কাজ করে ফিরে যান নিজ জেলায়। তাদের শ্রমে কুমিল্লা কৃষিতে সমৃদ্ধ। এমন ফসল নেই যে কুমিল্লায় আবাদ হয়না। আউশ,আমন, বোরো ছাড়াও রবি শষ্যের সকল ফসল ফলে কুমিল্লায়। আর সব ফসলই ফলে এদের হাত ধরে।

আর পড়তে পারেন