বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র কোটবাড়ি শালবন বৌদ্ধ বিহার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র কোটবাড়ি শালবন বৌদ্ধ বিহার। লালমাই-ময়নামতি সভ্যতার এই বিহার দেখতে প্রতিদিন সারাদেশ থেকে আসেন ভ্রমণ পিপাসুরা। তবে সেই সংখ্যা কম থাকলেও এখন ক্রমেই বাড়ছে দর্শনার্থী। তবে পর্যটন কেন্দ্র দু’টিতে সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে মনে করছেন পর্যটকরা।

প্রাচীন পুরাকীর্তি সমৃদ্ধ দৃষ্টিনন্দন নিদর্শন শালবন বৌদ্ধ বিহার। খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ দিকে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বিহার নির্মাণ করেন। ৩৭ একর জায়গার উপর প্রতিষ্ঠিত যাদুঘর ও শালবন বৌদ্ধ বিহারে রয়েছে মোট ১৫৫টি কক্ষ। তৎকালিন সময়ে এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন। সভ্যতার এই নিদর্শন দেখে দর্শনার্থীরা মুগ্ধ হলেও এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অসন্তোষ জানান অনেকেই।

এদিকে, পর্যটন কেন্দ্রগুলোর মান উন্নয়নে সরকার কাজ করছে জানালেন এই কর্মকর্তা। শালবন বিহার ও যাদুঘর এলাকার নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ টহলসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি পর্যটকদের।।

আর পড়তে পারেন