শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হসপিটাল ও মাতৃছায়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগরীর দুটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে কুমিল্লা সিভিল সার্জন।

বন্ধ দুটি প্রতিষ্ঠান হল, কুমিল্লার টমছমব্রিজ ও কোটবাড়ি সড়কে অবস্থিত ইনসাফ স্পেশালাইজড হসপিটাল ও মাতৃছায়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে জনগণের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিব রহমানের নেতৃত্বে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন টিম এ অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিব রহমান জানান, বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনার অভিযোগে ইনসাফ স্পেশালাইজড হসপিটাল এবং মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে মাতৃছায়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

আর পড়তে পারেন