বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার আমড়াতলীতে গুড়িয়ে দেওয়া হল অবৈধ ইটভাটা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০২০
news-image

 

শাহ ইমরানঃ

লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় কুমিল্লা সদরে  ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মেসার্স এন এস বি ব্রিকফিল্ডটি গুড়িয়ে দেয়া হয়।

বুধবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত   সদর উপজেলায় আমড়াতলী ইউনিয়নের কালকার পাড় এলাকায় জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মেহেদী হাসান ও অমিত দত্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান,  লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকায় এন এস বি ব্রিকস ফিল্ডটি ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এছাড়া পানি দিয়ে ইট ভিজিয়ে নষ্ট করে দেওয়া হয়।   কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত,পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক শওকত আরা কলি ও কুমিল্লা র‌্যাব-১১ এর  ডিএডি  শফিকুল ইসলাম এবং বুড়িচং ফায়ার ষ্টেশন অফিসার সোহেল আহম্মেদসহ বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

আর পড়তে পারেন