শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পিস্তল, পাইপগান, গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ ৪ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ। গতকাল রোববার রাত ভোরে উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- বুড়িচং উপজেলার আকাবপুর এলাকার মৃত আ: মান্নানের পুত্র মাসুম আলম (২৬), রাজশাহী জেলার গোদাগাড়া উপজেলার মাধরপুর গ্রামের মফিজুল আলমের পুত্র মো: সোহাগ (২৫), বুড়িচং উপজেলার আকাবপুর (মৌলভী বাড়ীর) আবুল বাসারের পুত্র মো: কাশেম (২৩) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বমর্তল গ্রামের লুৎফর রহমানের পুত্র মো: ফিরোজ (২২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ সময় পুলিশ পিস্তল, গুলি, পাইগান, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই মোহাম্মদ শাহিন কাদির, এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রোববার রাত পৌনে ৩টার সময় বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মাসুম আলমের বসত ঘরে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২৯ রাউন্ড গুলি, ১টি দেশীয় তৈরী পাইপগান, ৩০টি কার্তুজ, ৫টি রামদা, ৫টি লম্বা ছুরি, ১৬ টি দা, ১টি স্টীলের চাইনিজ কুড়াল, ১০টি স্টীলের পাইপ, কালো কসটেপ দ্বারা মোড়ানো, ১৭টি হকিস্টিক, কিছু পাউডার, কিছু পাথরের টুকরা, ১টি প¬াস্টিকের বোতলে লাল রংয়ের কিছু তরল পদার্থ উদ্ধার করে এ সময় মাসুম আলম, সোহাগ, মোঃ কাশেম, ফিরোজসহ ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে এসআই মোহাম্মদ শাহিন কাদির জানান- উল্লেখিত সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হই। আটককৃত মোঃ কাশেম এর বিরুদ্ধে চান্দিনা থানার মামলা নং-১১/২৭৯, তারিখ- ০৮ অক্টে, ২০১৬, ধারা- ১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং গ্রেফতারকৃত মাসুম এর বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং-৪৯, তারিখ- ২৯ মে ২০১২, রাজশাহী বাঘা থানার মামলা নং-৩, তারিখ- ০৬ এপ্রিল ২০১০ পেনাল কোড বিচারাধীন আছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান- ময়নামতি এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকান্ডের এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আর পড়তে পারেন