শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পাশের হারে এগিয়ে ছেলেরা, জিপিএ ৫-এ মেয়েরা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

চলতি বছরের এস এস সি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়েথাকলেও জিপিএ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। আজ রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষন করে তথ্য পাওয়া গেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক . মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর কুমিল্লাশিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা,চাঁদপুর,ব্রাক্ষ্মনবাড়িয়া,ফেনী,লক্ষ্মীপুর নোয়াখালী এই জেলার ,৭৩২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট এস এস সি পরীক্ষা দিয়েছে,,৫৯,০৭০ জন ছাত্র ছাত্রী। এর মধ্যে ছাত্র ৬৭,৯৯৭ জন আর ছাত্রী ৯১,৫৪০জন। ছাত্র পাশ করেছে ৫৮,৫৯৬ জন আর ছাত্রী পাশ করেছে ৭৬,৯৬৪ জন। ছাত্রের পাশের হার ৮৬.৩১ আর ছাত্রীদের পাশেরহার ৮৪.৪১। এখানে পাশের হারের দিক থেকে . ভাগে এগিয়ে রয়েছে ছাত্রীদের চেয়ে ছাত্ররা।

অপর দিকে, জিপিএ প্রাপ্তির দিক থেকে আবার ছাত্রদের চেয়ে ৪১৫টি বেশী পেয়ে এগিয়ে আছে ছাত্রীরা। এবারের এস এস সিপরীক্ষায় কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ১০,২৪৫ জন। এর মধ্যে ছাত্ররা পেয়েছে ,৯১৫ জন আর ছাত্রীরা পেয়েছে,৩৩০ জন।

আর পড়তে পারেন