শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনায় আক্রান্ত শিক্ষকের মৃত্যু !

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০২০
news-image

 

অনলাইন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে  মৃত্যুর মিছিলে শামিল হলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের নারায়নভাতুয়া গ্রামের বাসিন্দা  প্রবীণ শিক্ষক মোঃ আখতারুজ্জামান মজুমদার( ৯০)

জানা যায়, তিনি ঢাকায় মিরপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হন।সেসঙ্গে তার এক ছেলেও এখন করোনায় আক্রান্ত আখতারুজ্জান করোনায় আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করোনো হয়। রবিবার ভোর টা ২০ মিনিটের সময় তিনি ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বরণ করেন।

মৃত্যু কালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৪১ বছর যাবৎ ঐতিয্যবাহী বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।  ১৯৯৬ সালে তিনি শিক্ষকতা জীবন থেকে  অবসর গ্রহন করেন।

প্রবীণ শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

সন্ধা ৬টায় গ্রামের বাড়ি নাঙ্গলকোটে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়েছে।

আর পড়তে পারেন