বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনাভাইরাস; আরো ২২ জনের নমুনা সংগ্রহ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা থেকে শুক্রবার আরো ২২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের বেশির ভাগই ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা।

কিছু সন্দেহভাজনের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

বিশিষ্ট চিকিৎসক মেডিসিনের প্রফেসর ডা. ফয়েজ আহমেদকে চট্টগ্রাম বিভাগের সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি শুক্রবার ফোন করে কুমিল্লায় করোনা পরিস্থিতির খবর গৃহিত ব্যবস্থা সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ফোকাল পার্সন ডা. শাহাদাত হোসেন।

তিনি জানান, কুমিল্লার একমাত্র সংক্রমক বিশেষজ্ঞ মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরীকে কুমিল্লা জেলার সংক্রমণ প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি এখন আক্রান্ত এলাকাগুলোতে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

আর পড়তে পারেন