শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাতে সেনাবাহিনীর কার্যক্রম শুরু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৪, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ১১টি আসনে সেনাবাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। রোববার মধ্যরাতে মাঠে নেমেছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে সেনা সদস্যরা তাদের কাজ শুরু করেন।

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি আবুল ফজল মীর সোমবার সকালে বলেন, কুমিল্লায় স্ট্রাইকিং ফোর্সে দায়িত্বে রয়েছেন সেনা কর্মকর্তা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নাজমুল। নির্বাচকে উপলক্ষে ভোট কেন্দ্র ও ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখা। নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা অবস্থান করবে। ২জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।

তারা জেলা, উপজেলা, মহানগর এলাকার সংযোগ স্থলেও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহলও অন্যান্য আভিযানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

আর পড়তে পারেন