শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাতে দুর্বিষহ গরম থাকবে আরও ২-৩ দিন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্কঃ

চলতি মাসেই দুর্বিষহ এই গরম থেকে রেহাই পেতে আরও দুই-তিন দিন সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কুমিল্লাতে দুর্বিষহ গরম থাকবে আরও ২-৩ দিন। ঘূর্ণিঝড় ফণী চলে যাওয়ার পর যেন তাপমাত্রার বেগ বেড়েছে। আর তাতে সারাদিন রোজা রেখে মানুষের হাঁসফাঁস অবস্থা। তবে এমাসেই দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্য অংশে ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) কিংবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (৯ মে) আবহাওয়া অধিদফতর জানায়, দেশব্যাপী যে দাবদাহ বয়ে যাচ্ছে এটি আরও দুই থেকে তিন দিন থাকতে পারে। তবে আগামী রবি-সোমবার হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে- চট্রগ্রাম, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও বদলগাছী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আর পড়তে পারেন