শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাতে ‘আলোর ফেরিওয়ালা’: ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আলোর ফেরিওয়ালা ‘ভ্রাম্যমাণ মিটারিং’ পাঁচ মিনিটে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ইউনুছ।

এ সময় উপস্থিত ছিলেন এজিএম দীপক কুমার সিংহ, ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, যুবলীগ নেতা আলাউদ্দিন রিপনসহ পল্লী বিদ্যুতের কর্মচারীরা।

ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি ভ্যানে মালামালসহ একটি টিম পাঠানো হয়। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী যাবেন। যদি নতুন সংযোগের প্রয়োজন হয়, তবে সরকারি ফি পরিশোধ করে নিয়মানুযায়ী মাত্র ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করবে পল্লী বিদ্যুতের লোকেরা।

ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম বলেন, ইতিমধ্যে ব্রাহ্মণপাড়াকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। এরপরও যদি কোথাও বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় ‘আলোর ফেরিওয়ালা’ যথাসময়ে সেখানে পৌঁছে ৫ মিনিটে নতুন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিবে।

আর পড়তে পারেন