শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবির ভর্তি পরীক্ষা; প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ হচ্ছে আজ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০১৯
news-image

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা শেষ হচ্ছে আজ ৪ নভেম্বর। আজ রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটিসূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য http://cou.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে User ও Password দিয়ে (৩০০ * ৩০০ পিক্সেলের) ছবি এবং (৩০০*৮০ পিক্সেলের) স্বাক্ষর সংযুক্ত করতে হবে। এবারের পরীক্ষায় ছয়টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন। পরীক্ষার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। আগামী ৮ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

আর পড়তে পারেন