বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে সহকারী প্রক্টর হিসেবে যোগদান করলেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান রবিউল

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

 

মোঃ বেলাল হোসাইন ঃ

কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেছেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান রবিউল আলম রোমান। তিনি রবিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন। রবিউল আলম রোমান চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাঠিয়া আদর্শ গ্রামের মো ঃ সফিকুল ইসলাম ও শাহেনা বেগমের পুত্র। রোমান ২০০৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি এবং ২০০৭ সালেও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হয়। অত:পর সে চট্রগ্রাম বিশ^বিদ্যালয় থেকে রসায়ন বিভাগে রেকর্ড সিজিপিএ পেয়ে অনার্স ও মাষ্টার্স শেষ করে। ২০১৬ সালের ২৪ শে জুলাই রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কুমিল্লা বিশ^বিদ্যালয়ে যোগদান করেন। এ কৃতিত্বের জন্য তিনি পিতা-মাতার এবং স্কুল ও কলেজ জীবনের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর পড়তে পারেন