বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে মহান স্বাধীনতা দিবসে মিনি ম্যারাথন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৬, ২০১৯
news-image

 

শাহাদাত বিপ্লব,কুবিঃ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হওয়া ভিনধর্মী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এ প্রতিযোগিতাটি কুমিল্লার বিজয়পুর রেল ক্রসিং থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়। যেখানে প্রতিযোগীদের প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এ প্রতিযোগীতায় সর্বপ্রথম এ পথ অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মোঃ জয়নাল উদ্দীন।


ম্যারাথন শেষে প্রথম আটজনের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম, কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আবাসিক হলগুলোতে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আর পড়তে পারেন