শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে বিএনসিসির ভর্তি পরীক্ষা সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব,কুবি :

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ৮ম ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগের ২০১৬-১৭ এবং ২০১১৭-১৮ শিক্ষাবর্ষের মোট ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০ জন পুরুষ ২০ জন মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে মনোনীত করা হবে।

এসময় প্লাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. বাবুল হোসেন এবং ক্যাডেট আন্ডার অফিসার মো. সোহান শেখসহ প্লাটুনের অন্যান্য ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ০৯ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্যাডেট সংগ্রহ সপ্তাহ পালন করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

উল্লেখ্য, জ্ঞান, শৃঙ্খলা, একতা এ স্লোগানকে ধারণ করে ২০০৯ সলের ২৯ এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়মামতি রেজিমেন্টে সেনা শাখার অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে ৪০ জন পুরুষ ও ৩০ জন মহিলা ক্যাডেট রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির এ প্লাটুনে।

আর পড়তে পারেন