মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে বন্ধু‘র দুই দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০১৯
news-image

শাহাদাত বিপ্লব, কুবি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র  আয়োজনে দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মীমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল হক ভূঁইয়া, আইন বিভাগের প্রভাষক মু. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অফিসারবৃন্দ। এছাড়াও রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র সভাপতি আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক শাহবাজ সানি, সাংগঠনিক সম্পাদক আবেদীন কবির সহ সংগঠনটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রক্তের গ্রুপ নির্ণয় চলবে আজ(সোমবার) বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সহযোগীতায় এ কর্মসূচী পালন করা হচ্ছে।

আর পড়তে পারেন