শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে নিষেধাজ্ঞার মধ্যেই একাডেমিক ভবনে ছাত্রলীগের তালা, বন্ধ ১১টি চূড়ান্ত পরীক্ষা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৭
news-image

কুবি প্রতিনিধি:
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেয়ার অভিযোগ তুলে এক শিক্ষকের বহিস্কার দাবি করে সভা- সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রশাসনিক ভবনসহ একাডেমিক ভবনগুলোতে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার সকাল ৯টার দিকে ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হয়। এতে বন্ধ হয়ে যায় বিভিন্ন বিভাগের সর্ব মোট ১১টি চূড়ান্ত পরীক্ষা। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকের সাথে অবস্থানরত এক শিক্ষার্থীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।


জানা যায়, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূইয়া ক্লাস নিয়েছেন এমন অভিযোগ তুলে ঐ শিক্ষকের বহিষ্কার দাবি করে বুধবার সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনসহ সবগুলো একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। এসময় ক্যাম্পাসের মূল ফটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। এসময় তারা ঐ শিক্ষককে রাজাকার অ্যাখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেয়। তবে নাম প্রকাশ না করা শর্তে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, ওটা ক্লাস ছিলো না। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে শিক্ষকের সাথে কথা বলছিল তারা। সন্ধ্য ৬টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত ভবনগুলো তালা ঝুলিয়ে ছাত্রলীগকে বিক্ষোভ করতে দেখা যায়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘ঐ শিক্ষক শোক দিবসে ক্লাস নিয়ে শোক দিবসকে অস্বীকার করেছেন। তাই আমরা তার বহিস্কার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা না নিবে আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
তবে অভিযুক্ত শিক্ষক মাহবুবুল হক ভূইয়া বলেন, ‘আমি ক্লাস নিচ্ছিলাম কিনা এ বিষয়টি তদন্ত করে দেখা হোক। বিভিন্ন সময়ে আন্যায়ের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার পরেও কিভাবে ছাত্রলীগ তালা ঝুলিয়ে বিক্ষোভ করে এমন প্রশ্নে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘তারা একটি জাতীয় ইস্যুতে একত্রিত হয়েছে এ ক্ষেত্রে অনুমতি লাগে না।’
এদিকে দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ৪র্থ দিনের মত অবস্থান করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ আসাদুজ্জামান। ঐ শিক্ষকের সাথে অবস্থানরত এক ছাত্রীকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কথা বলতে উপাচার্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ও তার কার্যালয়ে গেলেও কথা বলা সম্ভব হয়নি।

আর পড়তে পারেন