বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে দিনব্যাপী বিতর্ক কর্মশালা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০১৭
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘লিবারেল মাইন্ড’ এর আয়োজনে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী ঋতু ঘোষের উপস্থাপনায় কর্মশালায় বক্তব্য রাখেন, ‘লিবারেল মাইন্ড’ এর আহবায়ক সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, ফিরোজ আহমেদ, নৃবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো: আসাদুজ্জামান, মো: আবদুর রহমানসহ অন্যরা। এ সময় বক্তারা বিতর্কের প্রয়োজনীয়তা এবং বিতর্কের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টিকল্পে নানান দিকনির্দেশনা প্রদান করেন।
বিতর্ক কর্মশালায় ব্রিটিশ সংসদীয় ধারার বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অর্ঘ দেব বিশ্বাস আরিয়ান, বাংলা সংসদীয় ধারা এবং বারোয়ারী ধারার বিতর্ক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মো: আসাদুজ্জামান এবং জিহাদ আল মেহেদী। এ সময় উপস্থিত ছিলেন বিতর্ক কর্মশালার আহবায়ক শরীফুল ইসলাম, সহ-আহবায়ক আহসান হাবীব পলিনসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
কর্মশালা শেষে বির্তকের একটি নমুনা বিতর্ক অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।

আর পড়তে পারেন