শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে ছাত্রলীগ ও শিক্ষার্থীদের মানববন্ধন, ১৫ দফা দাবিতে উপাচার্যকে ৭২ ঘন্টার সময়সীমা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৭
news-image

শাহাদাত বিপ্লব, কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর হত্যাকারী বিপ্লব চন্দ্র দাসকে বহিস্কার, মার্স্টাসের ভর্তি ফি কমানো, ২৪ ঘন্টা আবাসিক ডাক্তার, আবাসিক হল গুলোতে খাবারে ভতুর্কি প্রদানসহ ১৫ দফাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে উপাচার্যের কাছে ১৫ দাবি সম্বলিত স্মারক দেয়া হয়। এর আগে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ক্যাম্পাসের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, খালিদ সাইফুল্লাহ হত্যাকা-ের দ্রুত বিচার, বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র মিলনায়তন নির্মাণ, কেন্দ্রীয় গ্রন্থগার নির্মাণ, আবাসিক হল গুলোতে শক্তিশালী ওয়াইফাই স্থাপন, বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি নন্দন মূল ফটক নির্মাণ, ছাত্র-ছাত্রীদের জন্য মানসম্মত পরিবহন ব্যবস্থার উদ্যোগসহ মোট ১৫ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে শাখা ছাত্রলীগ। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে না নিলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে রবিবার থেকে কঠোর আন্দোলনে যাবে ছাত্রলীগ। সমাবেশ শেষে উপাচার্যকে তার কার্যালয়ে ১৫ দফা দাবি সম্বিলিত স্মারক পেশ করে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
১৫ দফা দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ বলেন, ‘ছাত্রদের দেয়া দাবিগুলো সিন্ডিকেটে এজেন্ডা করা হবে।’

আর পড়তে পারেন