শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুকুরের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় বন্দুক নিয়ে ধাওয়া

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৪, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্ক.

কুকুরের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় রাজধানীর মাদারটেকে দিনদুপুরে বন্দুক হাতে লোকজনকে ধাওয়া করার ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সিঙ্গাপুর গলির একটি মসজিদ কমিটির সদস্যরা পোষা কুকুর নিয়ে অভিযোগ জানাতে গেলে তাদের অস্ত্র নিয়ে ধাওয়া করেন লিটন খান নামে এক ব্যক্তি।

নিজের পোষা কুকুরের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় ক্ষেপে গিয়ে এমন কাণ্ড করেছেন লিটন। এ ঘটনায় সবুজবাগ পুলিশ লিটনকে আটক করে অস্ত্রটি জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জামান, লিটন খানের ৪ টি বিদেশি জাতের কুকুর প্রায়ই বাসার পাশের মসজিদে ঢুকে পড়ে। বিষয়টি মুসল্লিদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ানোয় মসজিদ কমিটির লোকজন লিটনের কাছে অভিযোগ করতে তার বাসায় যান। আলোচনার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাইফেল নিয়ে কমিটির সদস্যদের ধাওয়া করেন লিটন।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয়রা বন্দুকসহ তাকে ধরে পুলিশে খবর দেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে জানান, কিছুদিন আগে সিঙ্গাপুর ফেরত লিটন খান মানসিকভাবে অসুস্থ। কুকুরগুলোকে সামলে রাখার বিষয়ে কথা বলার সময় বাকবিতণ্ডা শুরু হয়। পরে কমিটির লোকদের ভয় দেখানোর জন্য ঘরে থাকা নষ্ট এয়ারগান (পাখি শিকারের বন্দুক) নিয়েই ধাওয়া করে সে।

পরে এলাকাবাসীর অনুরোধে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় লিটনকে। তবে এয়ারগানটি জব্দ করা হয়েছে।

আর পড়তে পারেন