বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাব্য লেখার ইতিহাস- এমএ ওহাব মণ্ডল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৮
news-image

আমার কাব্য লেখার অমুদ্রিত ইতিহাস
কেউ জানে না।
জীবন থেকে নেয়া ঈশ্বর সত্যের মতো
বিদঘুটে কিছু কিছু গোপন সত্যের অধ্যায়
আমার কলমকে করেছে বীর্যবান।

আমি দেখেছি সম্পর্কের তুমুল সংগ্রাম।
যেখানে একমাত্র স্বার্থই বজায় রাখে
মহাকালের একান্নবর্তী পরিচ্ছদ।

আমি দেখেছি-
দু পেয়ে জন্তুর নাজায়েজ সহবাস।
সনাতন ঠাকুর আর মৌলভী সাহেবের
ভাতৃত্বের গলাগলি।

আমি দেখেছি
দুগ্ধশিশুর মায়া ত্যাগ করা
দাম্পত্য ছিন্ন রমনীর বেফাঁস হাসি।
পরিবারের প্রতিকূল কলহের ¯্রােতে
বেড়ে ওঠা জীবনের গল্পটা খুব মুখস্ত।
মুখোশ সমাজপতিদের বেশরম সিদ্ধান্ত দেখেছি
আবহমান গ্রামীণ মজলিসে।
গণতন্ত্র সন্ধানী যুবকের বুক
রক্তপিপাসু ভূ-প্রভূর বুলেটে বিদ্ধ হ’তে দেখেছি।
দেখেছি নাজায়েজ নীতিমালা
কি ভাবে রাষ্ট্র বিধানের নামে জায়েজ করতে হয়।

আমি দেখেছি বর্ষা মুখর বাদল মৌসুমে
কদমতলায় চঞ্চলা কিশোরীর বৃষ্টি¯œান।
ভালোবেসে ব্যথিত যুবতীর নিরেট অভিমান।
দেখেছি ষড়ঋতুর কোলে রুপ বদলের নিদারুণ মুগ্ধতা।

কবুল পুরুষকে দেখেছি
যৌতুকের নির্লজ্জ মোহে হিংস্র হ’তে।
ধর্ষিতা ভগিনীর বিবস্ত্র শরীর দেখেছি
একুশ শতকের জামানায়।
আমার কন্ঠনালী রোধের ষড়যন্ত্রও দেখেছি
বেহায়া খুনি সমাজে।

প্রতিদিন যেখানে অর্জিত স্বাধীনতা
শেকলবন্দি হয় ভোগবাদী আগ্রাসনে।
দেখেছি মানুষে-মানুষে আকাশচুম্বী ব্যবধান।
যেখানে ধূলোয় লুটোপুটি খায় দরিদ্র
সেখানেই মঞ্চায়িত হয় রঙ্গিন অধ্যায়।
আমার কাব্য লেখার ইতিহাস
অপ্রকাশিত একটি বিশদ ক্যানভাস।

আর পড়তে পারেন