বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০১৯
news-image

 

কাতার থেকেঃ ইউসুফ পাটোয়ারী লিংকন

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ২০১৯ সকাল ৯ টায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কাতারে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে এবং প্রথম সচিব নাজমুল হাসান সোহাগের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর রবিউল হোসাইন, প্রথম সচিব মাহবুবুর রহমান, তৃতীয় সচিব একে এম মনিরুজ্জামান চৌধুরী

আলোচনায় রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। ইউনেস্কো এ অনন্য ঘটনাকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দেয়ায় আজ সারা পৃথিবীতে দিবসটি পালিত হচ্ছে। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্তে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে।

রাষ্ট্রদূত একুশের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্তে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে আসার আহবান জানান।

শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

আলোচনা অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তা বিমানের ম্যানেজার বাংলাদেশ স্কুলের অভিভাবক ছাত্রছাত্রী ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুবাদক আব্দুল জলিল

আর পড়তে পারেন