শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে কুইক সল্যুশনের তৃতীয় বর্ষে পদার্পন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৬, ২০২০
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতারঃ

কাতারে কুইক সল্যুশনের তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে প্রবাসী কর্মীদের মাদক ও কাতারের চলমান আইন বিষয়ে সচেতন করতে “আইনি সচেতনতা মুলক সভা” করেছে কুইক সল্যুশনস পরিবার কাতার।

শুক্রবার রাতে দোহার মুনতাজা কুইক সল্যুশন মিলনায়তনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম আরজুর সভাপতিত্বে এবং আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার BCQ’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার আকন।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মকবুল হোসেন, শাহাজাহান সাজু, এম এ জামান, ফারুক হোসেন, দিলিপ কুমার ছোটন, কামাল মেম্বার ও মোকাররম আলী চৌধুরী (শাহাদ)।

বক্তব্য রাখেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কামরুন নাহার পপি, শাহাজাহান কাজি, আব্দুল্লাহ ও এমরান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রিয় মাতৃভুমির মর্যাদা রক্ষা করতে হলে প্রবাসে কোন অপরাধের সাথে নিজেকে যুক্ত করবেন না।

তিনি আরও বলেন বাংলাদেশি শিল্পপণ্য বিশ্বব্যাপী পরিচয় করতে এই প্রথম মধ্যপ্রাচ্যের কাতারে অনুষ্ঠিত হয়েছে মেইড ইন বাংলাদেশ শিল্পপণ্য মেলা, এটি সফল করা আমাদের সকলে দায়িত্ব।

শেষে মুনাজাত ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আর পড়তে পারেন