বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধানের সাথে রাষ্ট্রদূতের বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০২১
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের প্রধান রাষ্ট্রদূত খালিদ ইব্রাহিম আল-হামারের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক বিষয়সমূহ পর্যালোচনা করেন।

এসময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনার প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হয়। দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময়, দুই দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে নিয়মিত বৈঠক এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মতো সম্ভাব্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের উপর রাষ্ট্রদূত গুরুত্বরোপ করেন। এছাড়া  রোহিঙ্গা ইস্যুতে কাতারের সমর্থনের প্রশংসা করে রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেন।

আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাবর্তন ইস্যুতে কাতার সরকারের অব্যাহত সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন এবং কাতারে ফিরে আসার জন্য অপেক্ষারত অল্প কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য এশিয়া বিভাগের প্রধানকে অনুরোধ করেন। এছাড়া রাষ্ট্রদূত কাতারের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে তাঁকে অভিনন্দন জানান।

বৈঠকে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক) মোঃ মাহবুর রহমান উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন