শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস সংক্রমণ রোধে চাঁদপুরে জীবাণুনাশক ঔষধ স্প্রে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০২০
news-image

 

মাসুদ হোসেন,চাঁদপুর:
চাঁদপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি প্রতিদনই মাঠে কাজ করছেন জেলার আট উপজেলা প্রশাসন। জনগণকে সচেতন করার পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়াতে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

শনিবার (২৮ মার্চ) এরই অংশ হিসেবে শহরে জীবাণুনাশক ঔষধ স্প্রে ছিটানো শুরু হয়েছে। শহরের বিভিন্ন স্থানে জলকামান (ওয়াটার ক্যানন) দিয়ে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কাজ করছেন চাঁদপুর (উত্তর) ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খাঁন এর নির্দেশে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামান এর নেতৃত্বে এ কার্যক্রমে সহযোগীতা করেছেন চাঁদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আর পড়তে পারেন