শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা প্রতিরোধে কুমিল্লায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০২০
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু :
শুক্রবার থেকে কুমিল্লা জেলায় লক ডাউন কার্যকর হলেও রাস্তায় মানুষের উপস্থিতি তেমন কমেনি। তাই বাংলাদেশ সেনাবাহিনী জেলাজুড়ে শতভাগ লকডাউন নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে।

প্রথমত তারা তাদের ফোর্স নিয়ে শুধু শহরকেন্দ্রিক টহল নয়, তারা প্রবেশ করছেন অলিতে-গলিতে। যেখানে গাড়ি ঢুকছে না সেখানে পায়ে হেটে গলিতে ঢুকছেন। ঘরে ঘরে যাচ্ছেন। সচেতন করছেন মানুষকে। দিনের বেলায় রস্তায় প্রয়োজনে বের হতে দিলেও সন্ধ্যা ৬ টার পর বাড়ির বাইরে বের হতে দিচ্ছেন না। শুধু ঔষধ কেনার ক্ষেত্রে একটু ছাড় দিচ্ছেন তবে রাস্তার দাড়ানোর সুযোগ পাচ্ছে না। রেলস্টেশন, বাস স্টেশন, যুবকদের আড্ডাখানাগুলোতে সেনাবহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া বিনোদদনকেন্দ্র, গোমতি নদীর পাড়ও সেনাবাহিনীর টহল চলছে।

সেনাবাহিনী পাড়ামহল্লার মসজিদগুলোতে যাচ্ছেন। কথা বলছেন ইমাম সাহেব, মুয়াজ্জিনদের সাথে। ৫ জনের বেশি যাতে লোক মসজিদে না থাকে সেই বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। কথা বলছেন কাউন্সিলর, চেয়ারম্যানদের সাথে। যার যার এলাকায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন।

এছাড়া অনেকটা গোপনে ফকির, নিঃস্ব যাদের থাকার জায়গা নেই রাস্তা ছাড়া তাদেরকে আর্থিক সহায়তা করছেন সেনাবাহিনী।

জেলাজুড়ে কম মূল্যে নিত্যপণ্যের বিক্রির স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি করেছেন সেনাবাহিনী। সেখানে সামাজিক দূরত্ব বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।

এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে, নগরীর তেলিকোনা, বালুতুপা, চকবাজার, কাপড়িয়াপট্টি, মোগলটুলি, হাউজিং, মেডিক্যাল কলেজ রোড, ই পিজেড রোড, টমছমব্রীজ, বাখরাবাদ, শাসনগাছা, বাদশামিয়ার বাজার, রাণিরবাজার, গোমতীর পাড়সহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি সামাজিক দুরত্ব সৃষ্টি, মাস্ক ব্যবহার এবং অযথা রাস্তায় ঘুরাফেরা বন্ধে সেনাবাহিনী কাজ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মাহবুব আলম জানান, কুমিল্লায় ৭ জন করোনা পজেটিভ রোগি পাওয়া গেছে। তাই আমাদের সর্বোচ্চ সচেতন হতে হবে। টহল জোরদার করা হয়েছে। চারদিকে নজরদারি বেড়েছে। অপ্রয়োজনে কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

আর পড়তে পারেন