বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা উপসর্গ নিয়ে কুমিল্লার সন্তান সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০২০
news-image

অনলাইন ডেস্ক:

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) করোনা সংক্রমণের লক্ষণ নিয়ে দেশে এই প্রথম কোন সাংবাদিক মারা গেলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হ‌ুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন। জানা যায়, জ্বর শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে কুমিল্লা সাংবাদিক ফোরাম এর প্রতিটি সদস্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন প্রিয় মানুষ। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা। 

আমরা তার মৃত্যুতে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

আর পড়তে পারেন