বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা উপসর্গ: কুমিল্লায় এক সপ্তাহে ৩৫ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০২০
news-image

 

নাছরিন আক্তার হীরা:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত এক সপ্তাহে (২২ জুন থেকে ২৯ জুন সকাল পর্যন্ত) কোভিড- ১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫ জন।

২৮ জুন দুপুর থেকে ২৯ জুন সকাল পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার চান্দিনার রাফিয়া (৬৫), আতিকা রেজি (৬৭), বরুড়ার তোফাজ্জল হোসেন (৫০), সেলিমুল ইসলাম ভূইয়া, সদরের বিলকিস বেগম (৪৫), মমতাজ বেগম (৫৫) ও আবু তাহের (৬০)।

২৭ জুন দুপুর থেকে ২৮ জুন সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার রাহেলা বেগম, মোস্তফা, নাছিমা বেগম, ফরিদ উদ্দিন, মোসলেম মিয়া এবং চাঁদপুরের মোতাহের হোসেন।

২৬ জুন বিকেল থেকে ২৭ জুন সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন। ৩ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে মারা গেছেন জেলার বুড়িচং উপজেলার বারবী মিয়ার ছেলে আলমগীর হোসেন (৬০), সদর দক্ষিণের সেকান্দর মিয়ার ছেলে মোসলেম উদ্দিন (৬৫) এবং আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার ইকবাল মজুমদারের ছেলে তানভীর মজুমদার (৪০)।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন। এর মধ্যে ২ জন পুরুষ ও ২ নারী। তাদের বেশির ভাগেরই বয়স ৪৫ থেকে ৭৫ বছর।

মৃত ব্যক্তিরা হলেন, জেলার চান্দিনার ইদ্রিস মিয়া (৬০), আবদুল মান্নান (৬৫), সদরের হনুফা বেগম (৪৬) ও লাকসামের শাহানারা বেগম (৬০)।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বুধবার (২৪ জুন) সকাল পর্যন্ত কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা।

মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। মৃত ব্যক্তিরা হলেন, জেলার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল জলিল, আদর্শ সদর উপজেলার মধুসূদন, হোমনা উপজেলার দুলাল মিয়া ও দাউদকান্দি উপজেলার রুসিয়া ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৪ জন এবং অপর দুই জন মারা যায় আইসোলেশনে। এদের মধ্যে ৫জন পুরুষ ও ১জন মহিলা।

মৃতরা হলেন চাঁদপুরের কচুয়ার দেবীপুরের সিরাজুল ইসলাম (৮৫), কুমিল্লার ঠাকুরপাড়ার পুষ্পা রানী মজুমদার(৬৫), চাঁদপুরের হাজীগঞ্জের অরুন চন্দ্র (৮০), কুমিল্লার দুর্গাপুরের আবদুল মান্নান (৯৬), কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আব্দুল আজিজ (৩৪) , কুমিল্লার দেবীদ্বারের বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম (৭০)।

সোমবার (২২ জুন ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৬ জন। হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৫ জন এবং অপর একজন মারা যায় আইসোলেশনে।

মৃত ব্যক্তিরা হলেন , কুমিল্লা সদর উপজেলার পারভীন আক্তার, সদর দক্ষিন উপজেলার মোস্তাক আহমেদ, হাজী মোঃ আবুল হোসাইন, মোসলেম। এছাড়া চাঁদপুর জেলার সদর উপজেলার আলমগীর হোসেন ও হাজীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রাণী।

আর পড়তে পারেন