শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় মারা গেলেন কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডা. মতিন পাটোয়ারী

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০২০
news-image

খালিদ বিন নজরুল:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডা. মতিন পাটোয়ারী (৭২) মারা গেছেন।

শুক্রবার (২৮ আগষ্ট) রাত ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

আজ শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডা. মতিন পাটোয়ারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট ছিল। তবে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।’

মুক্তিযোদ্ধা ডা. আবদুল মতিন পাটোয়ারীর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে। ২০০৬-০৭ সালে তিনি কুমিল্লায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার আশরাফপুরে বসবাস করতেন।

আর পড়তে পারেন