শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনাকে পুঁজি করে পণ্যের দাম বৃদ্ধি: বুড়িচংয়ে দুই দিনে ২১ ব্যবসায়িকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০২০
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ

করোনাকে পুঁজি করে পণ্যের দাম বৃদ্ধি করায় কুমিল্লার বুড়িচং উপজেলার দুই দিনে শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে বুড়িচং বাজার, শংকুচাইল বাজার, ফকির বাজার ও ভরাসার বাজারসহ দুইদিনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯অনুযায়ী শুক্রবার ১৫টি দোকান মালিককে মোট ৩৫ হাজার টাকা এবং ভরাসার বাজারে ৬টি দোকানের মালিককে মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়।

বুড়িচং উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন। এসময় এ অভিযানে ছিল বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, বুড়িচংয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অভিযোগ পেয়ে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করি এবং এ অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন