শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ছেলে আলাউদ্দিন অল্পসময়ে গানের মাধ্যমে মন জয় করেছে সকলের

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোটারঃ

কুমিল্লার এই তরুন শিল্পী গান গেয়ে যেতে চান বহুদূর। ’পালঙ্কে না থুই’ আলব্যামে সর্বমোট ৮ টি গান রয়েছে। তারমধ্যে অন্যতম কাষ্ঠখরি গানটি।গান টি রচনা করেন দেশ বরেণ্য রচয়িতা তাপস চৌধুরী এবং গানটি সুর করেছেন বিখ্যাত সুরকার লিটন দাস। বাংলার আনাচে কানাচে পৗছেঁ গেছে কাষ্ঠরি গানটি।

তরুন কন্ঠ শিল্পী এইচ এম আলাউদ্দিন নতুন নতুন গানের মাধ্যমে শ্রোতদের মন জয় করেছেন। ইতিমধ্যে কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে।

এইচ এম আলাউদ্দিন কমিল্লার ছেলে। আলাউদ্দিন গানের সিড়িঁতে ওঠার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। তার স্বপ্ন গানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা।

শ্রোতাদের জন্য গানের মাধ্যমে কিছু করতে চান তরুন এই শিল্পী।তার গান গুলো শুনতে yuotube e সার্চ করুন HM Alauddin/youtube.com। শিল্পী এইচ এম আলাউদ্দিন বলেন ছোট  বেলা থেকেই গানের সাথে আছি, থাকবো।

সব সময় সবার অনুপ্রেরনা চাই।আমি যাতে কুমিল্লাবাসীসহ সকলের সহযোগিতা নিয়ে গানের সাথে থেকে সকলকে নতুন নতুন গান উপহার দিতে পারি। সকলের দোয়া কামনা করছি। আমি সাংস্কৃতিক অঙ্গনে একজন তরুন শিল্পী হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চাই।

আর পড়তে পারেন