শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবে চলাচল উপযোগী হবে মনোহরগঞ্জের দেবপুর, যাদবপুর, লাউলহরী সড়ক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৯, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার জেলা মনোহরগঞ্জ উপজেলার পোঁমগাও থেকে লালচাদপুর সড়ক চলাচলের অযোগ্য হয়ে প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।

দীর্ঘদিন এ সড়কগুলোয় কোন ধরনের সংস্কার কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। এ এলাকার সবকটি সড়কের অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। সড়কগুলোতে গাড়ি চলাচল বাদ দিয়ে জন চলাচলও দুষ্কর হয়ে পড়েছে। এক সময় এ রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত শত শত মালবাহী ট্রাক, কার, মাইক্রোবাস চলাচল করলেও বর্তমানে জন চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে হাজারো পরিবারের সদস্যরা একধরনের জিম্মি হয়ে আছে। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এসব এলাকার হাজার হাজার নারী-পুরুষ, রোগী, শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী মানুষের যেন দুর্ভোগের সীমা নেই।


এ ছাড়া একই উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট উন্নয়ন হলেও দেবপুর, দৈয়ারা, যাদবপুর, লাউলহরী, বচইড় গ্রামে সব কিছু থাকার পরও যোগাযোগ ব্যবস্থায় ন্যূনতম উন্নয়ন না হওয়ায় ক্ষোভে ফুসে উঠেছে এই এলাকার মানুষেরা। দেবপুর গ্রামে আরিফ বলেন দীর্ঘ ৬/৭ বছর ধরে সব ধরনের উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ৪ নং উত্তর ঝলম ইউনিয়ন ইউনিয়ন। ফলে এলাকার খেটে খাওয়া মানুষদের কাছে বেড়ে যাচ্ছে সরকার ও সংশ্লিষ্টদের নাভিশ্বাস। স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এসব উন্নয়ন এগুলোর ধারই ধারে না। এক কথা নেই যেমন উন্নয়নে, তেমনি তদারকিতেও মহাগাফিলতি। এইসব সড়কের বেহাল দশা একমাস দু’মাস বা এক বছর দু’বছর নয় যেন প্রায় আর্ধ যুগ ধরে। সেই ২০০৪-২০০৫-২০০৬ সালের উন্নয়ন দিয়েই চলছে দীর্ঘদিন। ভাঙ্গতে ভাঙ্গতে যেন সব কটি সড়কের অবস্থা প্রায় অস্তিত্বহীন। জরাজীর্ণ সড়কগুলো উন্নয়নের জন্য জনপ্রতিনিধি চেয়ারম্যান-মেম্বারদের যেমন কোন মাথা ব্যথা নেই।

আর পড়তে পারেন